
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি চলন্ত ট্রাক জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, সোমবার বিমানবন্দর রোডের শিকশাক নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক জনসমাগমের মধ্যে ঢুকে পড়ে। এতে অনেক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে এবং অন্তত আরও ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা সুভাষ সোনি বলেন, ‘ট্রাক চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। ট্রাকের টায়ারে আগুন ধরে যায় এবং যানবাহনের সাথে ধাক্কা লাগার সাথে সাথে মানুষ পড়ে যেতে শুরু করে। আমার শ্যালকের পা কেটে যায় । তাকে গীতাঞ্জলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। কারণ মানুষের ছিন্নভিন্ন লাশ রাস্তায় পড়েছিল এবং বাতাসে চিৎকারের শব্দ শোনা যায়।
পুলিশের ডেপুটি কমিশনার কৃষ্ণা লালচন্দানি বলেন, ট্রাকচালক ব্যাপক মাতাল অবস্থায় ছিল। সে প্রথমে দুই বাইকারকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ট্রাকের ধাক্কায় অনেক মারাত্মক আহত হয়েছেন। পথচারী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার এক পর্যায়ে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি নিচে আটকে থাকা বাইকের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
এদিকে এ ঘটনায় ইন্দোর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুটি মরদেহ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। এক্স পোস্টে তিনি বলেন, ইন্দোরে ট্রাক দুর্ঘটনা আমাদের জন্য অনেক মর্মান্তিক। কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তার কারণ তদন্তে অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি।
অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:২২