
নিউজ ডেক্সঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের একটি যৌনপল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে। তিনি যুবলীগের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, গোপন খবর পেয়ে শাহ জনিকে যৌনপল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১৫ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৪.৫৫