
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক অভিযোগ করে বলেছেন, আন্তর্জাতিক বিরতির সময় ইয়ামালের যত্নে অবহেলা করেছে স্পেন। গত সপ্তাহে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচ খেলার সময় কুঁচকির ইনজুরিতে পড়েন তিনি। দলীয় অনুশীলনে সতীর্থদের সঙ্গে নামেননি ইয়ামাল। পিউবিক বোনে অস্বস্তি অনুভব করায় শেষ সেশনে অংশ নিতে পারেননি এই উইঙ্গার। নির্দিষ্ট চিকিৎসা নেওয়ার জন্য পুরো সময় কাটিয়েছেন জিমে। ফলে তার মাঠে নামা এখন বড় প্রশ্নের মুখে।
গামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হবে বার্সেলোনার। প্রতিপক্ষ ইংলিশ ক্লাব নিউক্যাসেল। তার আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় চান কোচ। গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণে লামিনে ইয়ামালে শুন্যতায় চিন্তায় কোচ। গ্রোইন ইনজুরিতে ছিটক গেছেন তিনি। ইয়ামালের ইনুজরিতে সুযোগ মিলবে ফারমিন লোপেজের। আগে থেকেই দলের বাইরে আছে টার স্টেগেন, আলেহান্দ্রো বালদেও ফ্র্যাঙ্কি ডিইয়ং।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে হান্সি ফ্লিক বলেন, ‘সে খেলতে পারবে না। এটা দুঃখজনক। ইয়ামাল ব্যথা নিয়েই জাতীয় দলে যায় এবং সে অনুশীলন করেননি। সে জাতীয় দলের হয়ে ব্যথা নিয়েই খেলেছে। তার সমস্যা ছিল, সে ৭৯ এবং ৭৩ মিনিট খেলেছে। খেলাগুলোর মাঝখানে সমস্যার কারণে সে অনুশীলনও করেনি। স্পেনের জাতীয় দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছে, তবে আমাদের খেলোয়াড়দের নিয়েই উদ্বিগ্ন হওয়া উচিত। তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রেও তাই। বিষয়টি আমাকে সত্যিই চিন্তায় ফেলছে।’
তিনি আরও বলেন, ‘ম্যাচের মধ্যে সে অনুশীলন করেনি। তারা খেলোয়াড়দের যত্ন নেয়নি। স্পেন বিশ্বের সেরা দল, প্রতিটি পজিশনে তারা ভালো। এই পরিস্থিতি নিয়ে আমি সত্যিই দুঃখিত।’ তবে কাতালান ক্লাবের মিডিয়া অফিসার গ্যাব্রিয়েল মার্টিনেজ অবশ্য ভক্তদের কিছুটা আশ্বস্ত করে বলেছেন, ‘এটা বড় কোনো ইনজুরি নয়, কেবল সামান্য অস্বস্তি। তবে ইয়ামাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবেন না, আর নিউক্যাসলের বিপক্ষে ম্যাচেও তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত।’
এবারের মৌসুমটা ভালোভাবেই শুরু করেছিল ইয়ামাল। লা লিগায় বার্সেলোনার প্রথম তিন ম্যাচে দুটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলের হয়েও শেষ দুই ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।
আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:১৬