
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। তবে এবারের ম্যাচকে ঘিরে শুধু মাঠের লড়াই নয়, রাজনৈতিক আবহও প্রভাব ফেলছে। এনডিটিভির খবরে জানা গেছে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল পাকিস্তানের বিপক্ষে নামতে পারে এক ধরনের ‘প্রতীকী প্রতিবাদ’ নিয়ে।
খবরে বলা হয়েছে, প্রতীকী প্রতিবাদ হিসেবে ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরতে পারেন, কিংবা ম্যাচ শুরুর পর প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো এড়িয়ে যেতে পারেন। এর মাধ্যমে তারা বার্তা দিতে চান যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে দেশবাসীর যে আবেগ, সেটি তারা উপলব্ধি করেন।
ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে শনিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা অবশ্যই জনমতের ব্যাপারে সচেতন। গৌতি (গৌতম গম্ভীর)-র বার্তাও খুব স্পষ্ট, যেসব বিষয় আমাদের নিয়ন্ত্রণে নেই, সেগুলো নিয়ে না ভেবে পেশাদার থাকতে হবে। তবে আমি নিশ্চিত, খেলোয়াড়রাও ভারতীয় জনগণের অনুভূতি ভাগাভাগি করছে।’
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববারের ম্যাচে গ্যালারিতে স্লোগান বা এমন ধরনের প্রকাশ ঘটার সম্ভাবনা কম। তবে মাঠে ভারতীয় খেলোয়াড়দের আচরণেই বোঝা যাবে, তারা কীভাবে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন।
আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:৩০