
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোকে রুশ তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এ আহ্বান জানান।
জেলেনস্কি লেখেন, ‘আমি সব অংশীদার—ইউরোপ, যুক্তরাষ্ট্র, জি৭, জি২০-কে আহ্বান জানাই, নিষেধাজ্ঞা আরোপ না করার অজুহাত খোঁজা বন্ধ করুন। ‘তিনি আরও বলেন, ‘রুশ তেলের ব্যবহার কমানো জরুরি, আর এটি অবশ্যই রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা কমিয়ে দেবে। আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান শুনেছি, আর যারা এখনো রাশিয়ার কাছ থেকে আমদানি করছে-তাদেরও এটি শোনা উচিত।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ন্যাটোর সব সদস্য দেশ যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে এবং একই ধরনের পদক্ষেপ নেয়, তাহলে তিনি মস্কোর ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে সব ন্যাটো দেশ ও বিশ্বের উদ্দেশ্যে চিঠি: আমি রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত, যখন সব ন্যাটো দেশ এতে সম্মত হবে এবং একই কাজ শুরু করবে এবং যখন সব ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করবে।’
তিনি লেখেন, মস্কোর বিরুদ্ধে ন্যাটোর প্রতিশ্রুতি ‘শতভাগের অনেক কম’। এছাড়া তিনি ‘কিছু’ সদস্যের রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখাকে তিনি ‘আশ্চর্যজনক’ বলে বর্ণনা করেন। ট্রাম্প প্রস্তাব দেন, ন্যাটো একটি গ্রুপ হিসেবে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করুক। তার দাবি, চীনের রাশিয়ার ওপর শক্ত নিয়ন্ত্রণ, এমনকি প্রভাব রয়েছে, আর এই শক্তিশালী শুল্ক সেই নিয়ন্ত্রণ ভেঙে দেবে।
তিনি আরও লেখেন, এটা ট্রাম্পের যুদ্ধ নয় (আমি প্রেসিডেন্ট হলে এটি কখনো শুরুই হতো না!), এটি বাইডেন ও জেলেনস্কির যুদ্ধ। আমি শুধু এটিকে থামাতে এবং হাজারো রুশ ও ইউক্রেনীয় প্রাণ বাঁচাতে সাহায্য করতে এসেছি। ’
আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:৪৫