
বিনোদন নিউজঃ ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবরে শোরগোল তুলেছিলেন তিনি। এরপর থেকে রাখঢাক তো দূরের কথা প্রেমিকের সঙ্গে পাহাড়-জঙ্গল ঘুরে ঘুরে কাটাচ্ছেন মুহূর্ত। এবার সব চমককে পেছনে ফেলে জানান দিলেন, এবার তারা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। কিন্তু পাত্র কে? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ে করতে চলেছেন মধুমিতা।

এর আগে মধুমিতা সরকার বিয়ের তারিখ নিয়ে বলেছিলেন, ‘এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ। বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ে স্মৃতি তৈরি করে যাব।’
ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়! বয়স্ ১৮ বছর হওয়ার পরই মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১৪ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০২.১০