
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় প্রধান অতিথি হিসাবে সম্মেলনের উদ্বোধন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
ছাত্র জমিয়ত ডোমার উপজেলা শাখার আহবায়ক হাফেজ সফিয়ার রহমানের সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওঃ রেজাউল করীম, সাধারণ সম্পাদক মাওঃ মুফতি আব্দুল্লাহ মঞ্জুর, ডোমার উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ শাহিনুর রহমান, ছাত্র জমিয়ত জলঢাকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ সিরাজ আহমাদ, জমিয়তে উলামায়ে ইসলাম জলঢাকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ জাফর আহমাদ, প্রধান বক্তা হিসাবে ছাত্র জমিয়ত জেলা শাখার সভাপতি এম রাজু রুহানী প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে হাফেজ সফিয়ার রহমানকে সভাপতি এবং মুহা ওয়ায়েজ কুরুনীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করেন জেলা ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:১৮