
ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে শিক্ষিকার মৃত্যুতে নিজের ফেসবুক পেজে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফেসবুকে পোস্ট দেন তিনি।
তিনি আরও লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তায়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন। এদিকে, এ ঘটনায় ওএমআর মেশিনে ভোট গণনা না করার সিদ্ধান্তকে দায়ী করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব। তিনি বলেন, ওএমআর মেশিনে ভোট গণনা না করে হাতে গণনার সিদ্ধান্ত ভুল ছিল। এই ভুলের কারণে আমরা একজন শিক্ষিকাকে হারিয়েছি।
আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:১৪