
ডেস্ক নিউজ : শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। বাজারে পটল, ঢ্যাঁড়স, কাঁকরোল ও করলা প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। টমেটোর দামও কমেছে কিছুটা, এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।
সবজি বিক্রেতা শাহবুদ্দিন বলেন, ‘আগের তুলনায় সরবরাহ বেড়েছে। তাই স্বাভাবিকভাবেই দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে যেসব সবজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করেছি, এখন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করছি।’
ক্রেতারা বলছেন, দাম কিছুটা কমলেও এখনো মধ্যবিত্তের নাগালে আসেনি। ক্রেতা হাসানুজ্জামান বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে সবজির দামে নাভিশ্বাস উঠেছিল। এখন সামান্য কিছুটা কমেছে, তবে মধ্যবিত্তদের জন্য এখনও চাপ রয়ে গেছে।’
দাম কমেছে ইলিশেরও। গত সপ্তাহের তুলনায় ২০০ টাকা কমে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ টাকা কেজি দরে।
তবে অন্যান্য মাছের দাম রয়ে গেছে আগের মতোই চড়া। প্রতিকেজি বোয়াল ৭৫০ থেকে ৯০০, কোরাল ৮০০ থেকে ৮৫০, আইড় ৭০০ থেকে ৮০০, চাষের রুই ৩৮০ থেকে ৪৫০, কাতল ৪৫০, তেলাপিয়া ১৮০ থেকে ২২০, পাঙাশ ১৮০ থেকে ২৩৫, পাবদা ও শিং ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চাষের ট্যাংরা ৭৫০ থেকে ৮০০, কাঁচকি ৬৫০ থেকে ৭০০ এবং মলা ৫০০ থেকে ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে চড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তবে সোনালি মুরগির দাম স্থিতিশীল রয়েছে। আগের সপ্তাহের মতোই প্রতিকেজি ২৯০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতা মোমেনা বেগম বলেন, ‘মুরগির দাম আবার বেড়েছে। পরিবারে মাংস খাওয়ানোই এখন কঠিন হয়ে গেছে। সবকিছুর দামই যেন নাগালের বাইরে।’
গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৬০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা এবং ছাগলের মাংস ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজারেও স্থিতিশীল আছে। প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ডজন হাঁস ও দেশি মুরগির ডিম যথাক্রমে ২৪০ ও ২৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
চালের বাজারেও তেমন কোনো পরিবর্তন নেই। কারওয়ানবাজারের চাল ব্যবসায়ী রাকিব বলেন, ‘চালের দাম নতুন করে বাড়েনি। তবে কমারও কোনো সম্ভাবনা নেই। বর্তমানে মিনিকেট প্রতিকেজি ৮২ থেকে ৮৫ টাকা, নাজিরশাইল ৮৫ থেকে ৯২ টাকা ও মোটা চাল ৫৬ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।’
আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১২:৩০