
স্পোর্টস ডেস্ক : এমনই এক তথ্য ফাঁস করেছেন ভারতীয় নারী দলের ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ। ঘটনাটি ঘটেছিল নিউজিল্যান্ডে। আর তারকা জুটিটি ছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সে ঘটনার বর্ণনা দিতে গিয়ে জেমিমা জানান, নিউজিল্যান্ডে ভারতের পুরুষ ও নারী দলের সিরিজ একই সময়ে চলছিল। দু’দল এক হোটেলেই ছিল। সেই সময়ই কোহলির কাছ থেকে পরামর্শ নিতে যান জেমিমা। সেখানে ছিলেন তার আরেক সতীর্থ স্মৃতি মন্ধানাও। হোটেলের একটি রেস্তরাঁয় দেখা হয়েছিল তাদের।
জেমিমা বলেন, “কোহলি ভাই আমাদের বলেছিলেন, ‘ভারতের নারী ক্রিকেটকে বদলে দেওয়ার ক্ষমতা তোমাদের রয়েছে। সেটা যে হচ্ছে তা আমি দেখতে পাচ্ছি।’ আমাদের দু’জনের ব্যাটিংয়ের অনেক প্রশংসা করেছিলেন কোহলি ভাই।”
আলোচনার মাঝেই তাদের সঙ্গে যোগ দেন কোহলির স্ত্রী আনুশকা। সেই হোটেলেই ছিলেন তিনি। ধীরে ধীরে ক্রিকেট থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শুরু করেন তারা। আড্ডা জমে উঠেছিল। তখনই হঠাৎ ঘটলো বিদঘুটে ঘটনাটি। মূলত অনেক সময় ব্যয় করার জন্য তাদের বের করে দিয়েছিল রেস্তোরাঁর কর্মীরা।
জেমিমা বলেন, “দেখে মনে হচ্ছিল, আমরা ছোটবেলার বন্ধু, যাদের অনেক দিন পর দেখা হয়েছে। কিন্তু একটা কারণেই আমাদের এই আলোচনা থামাতে হয়েছিল। রেস্তরাঁর কর্মীরা আমাদের বের করে দিয়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে ওখানে বসেছিলাম। তাই ওরা আমাদের চলে যেতে বলেছিল।”
আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:১২