
স্পোর্টস ডেস্ক : শুরুতে চ্যালেঞ্জ কাপ ১২ সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা ছিল। জাতীয় দল ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে খেলে ফিরবে বিবেচনায় মাস খানেক আগেই তারিখ বদলে ১৫ সেপ্টেম্বর করা হয়। তবে দিন তিনেক আগে হওয়া লিগ কমিটির সভায় আলোচনা হয়েছিল ১২ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ না আসতে পারলে সূচি পরিবর্তন হতে পারে।
আজ (১১ সেপ্টেম্বর) বিকেলে ফুটবলাররা আসার পরও বাফুফের লিগ কমিটি চার দিন ঘরোয়া ফুটবলের মৌসুম পিছিয়েছে। এই বিলম্ব করার কারণ হিসেবে বলা হয়েছে, কাঠমান্ডুতে বেশ শঙ্কার মধ্যে সময় কাটিয়েছেন ফুটবলাররা। মানসিক ট্রমা কাটিয়ে দুই দিনের মধ্যে ফুটবলে ফেরা অনেক ফুটবলারদের জন্য কঠিন।
কাঠমান্ডু থেকে আসা ২৩ জন ফুটবলারের মধ্যে দশ জনই বসুন্ধরা কিংসের। বসুন্ধরা কিংসে নতুন আর্জেন্টাইন কোচ আসলেও জাতীয় দলে থাকা ফুটবলারদের পাননি। বসুন্ধরা কিংস নতুন কোচের অধীনে আরো একটু বেশি সময় প্রস্তুত হতেই খেলা চার দিন পেছানো বলে আলোচনা ফুটবলাঙ্গনে। এদিকে খেলা পিছিয়ে যাওয়ায় ক্লাবগুলোর ব্যয়ও বাড়ছে। এতে অনেক ক্লাবই নাখোশ।
প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মধ্যে চ্যালেঞ্জ কাপের ম্যাচ অনুষ্ঠিত হয়। লিগ চ্যাম্পিয়ন হোম ভেন্যুতে খেলার সুবিধা পায়। সেই হিসেবে এবার মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লায় খেলা হওয়ার কথা। কুমিল্লা স্টেডিয়ামে প্রশাসনের অনুমতি ও মাঠ প্রস্তুতির বিবেচনায় এখনো সেটা পুরোপুরি নিশ্চিত হয়নি। কুমিল্লায় খেলা আয়োজন সম্ভব না হলে ম্যাচটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে হতে পারে।
আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০৫