
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে টানা ভারি বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির উদ্ধার সংস্থাগুলো।
সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশ ও জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাগেকেও জেলার মাউপোঙ্গগো গ্রাম। সেখানে কাদার নিচে চাপা পড়া এক মা ও তার সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই জেলার লোকালাবা গ্রামে আরও একজনের মৃতদেহ পাওয়া গেছে।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, পূর্ব নুসা তেঙ্গারা ও বালিতে এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন। দুর্গত এলাকা থেকে অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫৫