
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে তিন সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাধবদী প্রেসক্লাব চত্বরে মাধবদী প্রেসক্লাব ও নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান মুফতি কাউছার দীর্ঘদিন ধরে ইউনিয়নে চাঁদাবাজি, চাল চুরি, অতিরিক্ত ফি আদায়, জমি দখলসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলার সময় সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা, আইডি কার্ড ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষরও করানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান দীর্ঘদিন যাবত অনিয়ম দূর্নীতি চালিয়ে যাচ্ছেন। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত বলে উল্লেখ করেন তারা। এসময় বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, চেয়ারম্যান মুফতি কাউছারকে জনপ্রতিনিধির পদ থেকে অব্যাহতি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। মানববন্ধনে মাধবদী প্রেসক্লাব, নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটি ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫০