
তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তির দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে বেড়েছে অভিনব প্রতারণার মাত্রাও। বিশেষত, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে প্রতারকরা এখন সহজেই তথ্য হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি সবচেয়ে বেশি প্রচলিত হয়ে উঠেছে ‘স্পুফিং’ নামক এক ধরনের প্রতারণা, যেখানে অপরাধীরা অন্যের পরিচয় ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে।
সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এমন একটি প্রতারণার ঘটনা বেড়েছে, যেখানে ব্যবহারকারীরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়ার অপশন ব্যবহার করে প্রতারকদের শিকার হচ্ছেন। ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করার জন্য যখন আপনি ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ অপশনে ক্লিক করেন, তখন ফেসবুক আপনাকে একটি ই-মেইল পাঠানোর কথা জানায়। কিন্তু কিছু ব্যবহারকারী খেয়াল না করে ই-মেইল খুলতেই দেখতে পান, দুটি বার্তা এসেছে। অনেকেই ভুল করে শেষ ই-মেইলটি খুলে ফেলেন, যা ফেসবুকের অফিসিয়াল ই-মেইলের মতোই ছিল। কিন্তু কিছুক্ষণ পর ব্যবহারকারীরা বুঝতে পারেন, তাদের আইডি আর তাদের কাছে নেই।
তবে সমস্যা কীভাবে ঘটেছে? আসলে সেই ই-মেইলটি ফেসবুক থেকে আসেনি। এটি ছিল ‘ফেইলবুক’ (Failbook) নামক একটি প্রতিষ্ঠান থেকে পাঠানো একটি জাল ই-মেইল। দেখতে হুবহু ফেসবুকের ই-মেইলের মতো লাগলেও আদতে এটি ছিল একটি প্রতারণামূলক প্রচেষ্টা, যাতে ব্যবহারকারী তাদের লগ-ইন তথ্য সরাসরি প্রতারকদের কাছে পাঠিয়ে দেয়।
এই ধরনের প্রতারণাকে ‘স্পুফিং’ বলা হয়, যেখানে কেউ অন্যের পরিচয় ধারণ করে সাইবার আক্রমণ চালায়। স্পুফিংয়ের ক্ষেত্রে, ব্যবহারকারীদের অতি পরিচিত প্রতিষ্ঠান বা সাইটের নাম ব্যবহার করে, তারা একটি জাল ওয়েবসাইট তৈরি করে, যা আসল ওয়েবসাইটের মতোই দেখতে। এরপর, ব্যবহারকারীরা যদি ওই সাইটে লগ-ইন করার চেষ্টা করেন, তাদের পাসওয়ার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রতারকদের হাতে চলে যায়।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, অনলাইনে এমন ধরনের কোনো বার্তা বা লিঙ্ক থেকে সর্বদা সতর্ক থাকা উচিত। কখনোই সন্দেহজনক কোনো ই-মেইল বা লিঙ্কে ক্লিক করবেন না, এবং নিশ্চিত না হয়ে কোন তথ্য প্রদান করবেন না। ফেসবুকসহ অন্য যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার আগে প্রথমে সঠিক উৎস যাচাই করে নিন।
কুইকটিভি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১১:৫১