
ডেস্ক নিউজ : এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন।
শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ৪ জনের মৃত্যু হওয়ায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা ১১৪ জনে দাঁড়ালো। এ ছাড়া চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০২ জন।
এতে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ২৬ হাজার ৭৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আয়শা/২৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:২৮