ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই..

RAZ CHT | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ১২:২৩:১৯ পিএম

নিউজ ডেক্সঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার মিল ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে অবস্থিত সান তুলা মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান, আব্দুল আজিজ ও আপেল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। মুহূর্তের মধ্যেই আগুন মিলটির চারপাশে ছড়িয়ে পড়ে। লেলিহান শিখা আকাশ ছুঁয়ে যায়। পরে এলাকাবাসী একত্র হয়ে কিছু তুলা বের করতে সক্ষম হন। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা পার্শ্ববর্তী খাল থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূরুঙ্গামারীতে নিয়মিত অগ্নিকাণ্ড ঘটলেও এখানে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। ফলে প্রায় ২০ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসতে আসতে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। তারা দ্রুত ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান। তুলার মিলের স্বত্বাধিকারী আলম হোসেন জানান, মিলের মেশিনে আগুন লেগেই এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র জানান, উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের প্রস্তাব আগামী জেলা উন্নয়ন সভায় উপস্থাপন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আবেদন সাপেক্ষে সরকারি সহায়তা দেওয়া হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২১ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.১০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad