বিতর্কিত শিক্ষা কর্মকর্তা সালামকে বদলি, গাজীপুরে মিষ্টি বিতরণ..

RAZ CHT | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ - ০১:০২:৫৫ পিএম

নিউজ ডেক্সঃ  গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামকে অবশেষে চাঁদপুরের মতলব উপজেলায় ব‍দলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে দুর্নীতির দায়ে তাকে ১৭ বার বদলিসহ তার গ্রেড অবনমন করেছে অধিদপ্তর। তার বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলাও চলমান আছে।

সোমবার (১৮ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন-১ এর সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদিকে শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বদলির খবরে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

জানা গেছে, শিক্ষা অফিসার আব্দুস সালাম চলতি বছরের ১২ জানুয়ারি গাজীপুর সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনা-সমালোচনা সৃষ্টি করেন। তার বিরুদ্ধে বিনা মূল্যের বই বিতরণে অনিয়ম, শিক্ষকদের কটূক্তি, স্কুল নিবন্ধনে মোটা অঙ্কের ঘুস গ্রহণ, শিক্ষক নেতাদের নামে মিথ্যা মামলা, বিধিবহির্ভূত শিক্ষক বদলি, সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের বরাদ্দ থেকে কমিশন গ্রহণসহ অসংখ্য অভিযোগ উঠে। এ সব অভিযোগ আমলে নিয়ে একাধিকবার তদন্ত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এরই মধ্যে আব্দুস সালামের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ বিষয়ে গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোছাদ্দিকুর রহমান কালবেলাকে বলেন, একজন দুর্নীতিবাজকে বদলি কোনো সমাধান নয় তাকে শাস্তি দিতে হবে। আমরা আব্দুস সালামের দুর্নীতির বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছি। আশা করছি, সালামের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১৯ আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.০০

▎সর্বশেষ

ad