ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

পারমাণবিক যুদ্ধ হলে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেবে : গবেষণা

Anima Rakhi | আপডেট: ১০ আগস্ট ২০২৫ - ০৫:২২:২৭ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, বৃহৎ পরিসরে পারমাণবিক যুদ্ধ হলে তা শুধু বিস্ফোরণ এলাকায় নয়, বরং গোটা বিশ্বের খাদ্য উৎপাদন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব ফেলবে। গবেষকরা জানিয়েছেন, যুদ্ধের ফলে সৃষ্ট ‘নিউক্লিয়ার উইন্টার’ (পারমাণবিক শীত) বায়ুমণ্ডলে ধোঁয়া ও ধুলার স্তর তৈরি করে কয়েক বছরের জন্য সূর্যালোক প্রবাহ বাধাগ্রস্ত করতে পারে। এতে বিশ্বজুড়ে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।

গবেষণায় ভুট্টাকে প্রধান উদাহরণ হিসেবে নিয়ে বিশ্বব্যাপী কৃষি উৎপাদনের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হয়। ভুট্টা বিশ্বের সবচেয়ে বেশি চাষ হওয়া শস্য। ফলাফলে দেখা গেছে, যুদ্ধ-পরবর্তী সূর্যালোক কমে যাওয়ায় বহু বছর ধরে ব্যাপক ফসলহানি ঘটতে পারে, যা বৈশ্বিক খাদ্য সরবরাহে বড় সংকট তৈরি করবে।
গবেষণাটি ‘এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণা দলের সদস্য ইউনিং শি জানিয়েছেন, তারা ছয়টি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে মডেল তৈরি করেছেন, যেখানে ৫০ লাখ থেকে ১৬ কোটি ৬৫ লাখ টন পর্যন্ত ধোঁয়া বায়ুমণ্ডলে পৌঁছানোর প্রভাব পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, ভয়াবহ পরিস্থিতিতে ভুট্টা উৎপাদন সর্বোচ্চ ৮৭% পর্যন্ত কমে যেতে পারে।
শি বলেন, এটাই প্রথম গবেষণা যেখানে পারমাণবিক বিস্ফোরণের পর অতিবেগুনি বিকিরণ (UV-B) কৃষিতে কতটা ক্ষতি করতে পারে, তা হিসাব করা হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, বৈশ্বিক যুদ্ধের ৬-৮ বছর পর এই ক্ষতি সবচেয়ে বেশি হবে, যা ভুট্টা উৎপাদনকে অতিরিক্ত ৭% পর্যন্ত কমিয়ে দেবে।

তিনি আরও জানান, সাধারণ অবস্থায় পৃথিবীর উঁচুস্তরের ওজোন স্তর সূর্যের ক্ষতিকর বিকিরণ শোষণ করে নেয়। কিন্তু পারমাণবিক বিস্ফোরণে সৃষ্ট নাইট্রোজেন অক্সাইড এবং ধোঁয়ার তাপে ওজোন দ্রুত ধ্বংস হয়ে যাবে। এর ফলে অতিবেগুনি বিকিরণ বেড়ে গাছের টিস্যু নষ্ট করবে এবং বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন আরও সীমিত হয়ে পড়বে।

কুইকটিভি/অনিমা/১০ আগস্ট ২০২৫/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad