ডেস্ক নিউজ : নিহত দুই কৃষকের দুই ভাই বলেন, ‘ভাই পানির দুঃখে মারা গেল, কিন্তু পানি এখনো পাই না। শুধু প্রতিশ্রুতি, বাস্তবে কোনো পরিবর্তন নেই।’অনিয়ম আর অজুহাতে চলে সেচ ব্যবস্থা
বরেন্দ্র অঞ্চলের চাষিরা প্রতিবছরই বোরো মৌসুমে তীব্র পানি সংকটে পড়েন। গভীর নলকূপ চালকদের নানা অজুহাত, বিল বাকি থাকলে পানি বন্ধ রাখা কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে পানি সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে স্থানীয় কৃষকদের।
একজন কৃষক বলেন, ‘মুখ না চেনা হলে পানি পেতে সমস্যা হয়। আবার যদি টাকা বাকি থাকে, সেচ লাইন বন্ধ করে দেয়।’প্রকল্প থাকলেও মিলছে না সুফল পানি সংকট নিরসনে ২০১৮ সালে ডাসকো ফাউন্ডেশন পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে দেওপাড়া ইউনিয়নের কৃষকদের জমিতে সরবরাহের উদ্যোগ নেয়। তবে লাইন সম্প্রসারণ না হওয়া এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে প্রকল্পটি কৃষকদের কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
কৃষকদের ভাষ্য, এই প্রকল্পের মাধ্যমে ৫ হাজার বিঘা জমিতে পানি দেয়ার সক্ষমতা থাকলেও কার্যত মাত্র দেড়শো বিঘায় পানি সরবরাহ হচ্ছে। বাকি কৃষকরা নির্ভর করছেন ব্যয়সাপেক্ষ ও অনিশ্চিত অন্য উৎসের ওপর। তাদের দাবি, লাইন সম্প্রসারণ ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে এই প্রকল্পের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। বর্তমানে প্রকল্পের প্রায় ৯২ হাজার টাকা বিদ্যুৎ বিল বাকি রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
আশ্বাস থাকলেও বাস্তবায়ন নেই
দুই কৃষকের আত্মহত্যার পর ওই প্রকল্পটি ডাসকোর কাছ থেকে হস্তান্তর করা হয় স্থানীয় সরকার প্রকৌশল দফতর (এলজিইডি)-এর কাছে। কৃষকদের লিখিত আবেদনের ভিত্তিতে ‘রবি মারান্ডি–অভিনাথ মারান্ডি সেচ প্রকল্প’ নামে বাস্তবায়নের আশ্বাস দেয়া হলেও, দুই বছরেও তা বাস্তব রূপ পায়নি।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, ‘অনেক আগেই উদ্যোগ নেয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন আজও চোখে পড়ছে না। এতে কৃষকরা চরম দুর্ভোগে আছে।’
এলজিইডির রাজশাহী কার্যালয়ের সহকারী প্রকৌশলী (SSSWRDP) মো. মোন্তাসির রহমান বলেন, ‘কৃষকদের আবেদন পাওয়ার পর প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়েছে। আপডেটটা এখন জানা নেই। তবে হয়তো খুব শিগগিরই কাজ শুরু হতে পারে।’
ধান চাষে নেতিবাচক প্রভাবরাজশাহী কৃষি সম্প্রসারণ দফতরের তথ্য অনুযায়ী, পানির সংকটের কারণে বরেন্দ্র অঞ্চলে ধান চাষের পরিমাণ আশঙ্কাজনক হারে কমছে। এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কৃষি উৎপাদন ও কৃষক জীবিকার ওপর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ৯:২৮