ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

যেভাবে ফোনে ‘ভয়েস টাইপিং’ করবেন

Anima Rakhi | আপডেট: ১৯ জুলাই ২০২৫ - ০৭:৪৯:১৯ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সিরি, এলেক্সা ও জেমিনাইয়ের মতো এআই সহযোগীগুলোর ব্যবহার বাড়ার কারণে অনেকেই এখন গ্যাজেটের সঙ্গে কথা বলায় অভ্যস্ত। তবে কথা বলার মাধ্যমে যে টাইপ করা সম্ভব তা হয়তো অনেকের অজানা। অ্যানড্রোয়েড ও আইওএস ডিভাইসে কীভাবে ‘ভয়েস টাইপ’ করা যায়- এ বিষয়ে ওয়ার্ডের এক প্রতিবেদন বলছে, ব্যবহারকারীরা চাইলেই ইচ্ছেমতো টাইপ বা ভয়েস টাইপ করতে পারবেন।

অ্যানড্রোয়েড : পিক্সেল ও অন্যান্য অ্যানড্রোয়েড ফোনে জি-বোর্ড থাকে। টাইপ করতে গেলে যখন বোর্ডটি পপআপ করবে, তখন ভয়েস টাইপিংয়ের জন্য বোর্ডের ডান পাশে মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে কথা বলতে পারবেন। ভয়েস টাইপিংয়ে কোনো শব্দ মুছতে ‘ডিলিট’ শব্দ ব্যবহার করতে পারেন, পুরো লেখা মুছতে ‘ক্লিয়ার অল’ বলতে পারেন। লেখার ফরম্যাট বা লেখাটি ঠিকঠাক দেখাতে পরবর্তী ধাপে কী করতে হবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। ফোনে যদি ভয়েস টাইপিং কাজ না করে তাহলে সেটি চালু আছে কি না দেখতে হবে। না থাকলে ফোনের সেটিং>সিস্টেম>কিবোর্ড>অন-স্ক্রিন কিবোর্ড>জি-বোর্ড>ভয়েস টাইপিংয়ে গিয়ে চালু করতে পারবেন।

আইওএস : আইফোনেও ভয়েস টাইপিংয়ের সুযোগ রয়েছে। যদিও অ্যাপলের তৈরি নিজস্ব কিবোর্ডই ডিফল্ট হিসেবে থাকে। বিভিন্ন ধরনের কমান্ডের মাধ্যমে ইমোজি বা বিরাম চিহ্ন টাইপ করা যাবে। ‘নিউ লাইন’ বা ‘নিউ প্যারাগ্রাফ’-এর মতো কমান্ড দিয়ে মেসেজগুলো ভাগ ভাগ করা সম্ভব। তবে আইফোন অ্যানড্রোয়েডের মতো ‘সেন্ড’ বা ‘সার্চ’ কমান্ড করে মেসেজ সাবমিটের সুযোগ দেয় না। এ ক্ষেত্রে ‘মাইক্রোফোন’ বাটনে চাপ দিয়ে বা ‘স্টপ ডিকটেশন’ বলে ‘ভয়েস ডিকটেশন’ বন্ধ করতে হয়। এরপর লেখা সেন্ড করার জন্য বাটনে চাপতে হয়। আইওএসে এটি ডিফল্টভাবেই সেট থাকার কথা, যদি না থাকে তাহলে আইওএস সেটিংয়ে গিয়ে জেনারেল> কিবোর্ড খুলুন এবং ‘ইনএবল ডিকটেশন’ টগল অপশনটি অন আছে কি না নিশ্চিত হন।

কিউটিভি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৮

▎সর্বশেষ

ad