ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

বিশ্বের ১২ দেশে টেলিগ্রাম প্রধানের ‘শতাধিক সন্তান’, সমানভাগে সম্পদ বণ্টনে করলেন উইল

Ayesha Siddika | আপডেট: ২০ জুন ২০২৫ - ০৫:১৪:৩২ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভ জানিয়েছেন, তার প্রায় ১৩ হাজার ৯০০ কোটি ডলারের সম্পদ তিনি ভাগ করে দেবেন তার শতাধিক সন্তানের মাঝে—যাদের জন্ম হয়েছে তার শুক্রাণু থেকে। ফরাসি ম্যাগাজিন লো পঁ-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুরভ বলেন, ‘তারা সবাই আমার সন্তান, সবারই সমান অধিকার রয়েছে। আমি চাই না, আমার মৃত্যুর পর তাদের মধ্যে সম্পদ নিয়ে বিরোধ তৈরি হোক।’

তিনি জানান, তিনজন জীবনসঙ্গীর সঙ্গে ছয় সন্তানের পিতা হলেও একটি ক্লিনিকে শুক্রাণু দান করার মাধ্যমে বিশ্বের অন্তত ১২টি দেশে শতাধিক শিশুর জন্ম হয়েছে। দুরভ বলেন, ‘প্রায় ১৫ বছর আগে এক বন্ধুকে সহায়তা করতে গিয়ে শুক্রাণু দান শুরু করেছিলাম। এরপর ক্লিনিক থেকেই জানানো হয়েছে, এ প্রক্রিয়ায় শতাধিক সন্তানের জন্ম হয়েছে।’ফ্রান্সে তার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব ভিত্তিহীন এবং তিনি কোনো অপরাধ করেননি।

রুশ বংশোদ্ভূত এই প্রযুক্তি উদ্যোক্তা আরও জানান, তার উইল প্রস্তুত করা হয়ে গেছে। তবে সন্তানরা ৩০ বছর বয়স না হওয়া পর্যন্ত তার সম্পদে হাত দিতে পারবে না। দুরভের ভাষায়, ‘আমি চাই তারা নিজেরা কিছু করে গড়ে উঠুক। সাধারণ মানুষের মতো জীবন যাপন করুক। কেবল ব্যাংক অ্যাকাউন্টের ওপর নির্ভর না করে কিছু সৃষ্টি করতে শিখুক।’

টেলিগ্রাম বর্তমানে ১০০ কোটিরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী নিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি বার্তাপ্রেরণ অ্যাপ, যা গোপনীয়তা ও নিরাপত্তার জন্য বিশেষভাবে পরিচিত। দুরভ বলেন, ‘স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে শত্রুও তৈরি হয়, যার মধ্যে কিছু প্রভাবশালী দেশও রয়েছে।’ এজন্যই ঝুঁকি বিবেচনায় রেখে আগেভাগেই উইল তৈরি করেছেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/২০ জুন ২০২৫, /বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad