ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

মেটা-প্রযুক্তির মুনহাব এবার সেলসফোর্সের দখলে

Ayesha Siddika | আপডেট: ০৩ জুন ২০২৫ - ০৭:০০:৩১ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি জায়ান্ট সেলসফোর্স অধিগ্রহণ করেছে এআইভিত্তিক নিয়োগ ও প্রতিভা যাচাই স্টার্টআপ ‘মুনহাব’। যদিও এই চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করা হয়নি, তবে এটি সেলসফোর্সের সাম্প্রতিক এআই ও অটোমেশনভিত্তিক উদ্যোগগুলোর একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (২ জুন) মুনহাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কভিত্তিক সম্পূর্ণ টিম এখন সেলসফোর্সে যোগ দেবে। উল্লেখ্য, মুনহাবের প্রাথমিক বিনিয়োগকারীদের একজন ছিল সেলসফোর্স।

মুনহাবের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ন্যান্সি জু জানান, আমাদের যাত্রার শুরু থেকেই গ্রাহক ও বিনিয়োগকারী হিসেবে পাশে ছিল সেলসফোর্স। সেলসফোর্স সম্প্রতি একের পর এক অধিগ্রহণের মাধ্যমে এআই খাতকে গুরুত্ব দিচ্ছে। গত সপ্তাহেই তারা তথ্য ব্যবস্থাপনা সমাধান প্রদানকারী ইনফরম্যাটিকার ৮ বিলিয়ন ডলারের অধিগ্রহণ সম্পন্ন করেছে। তার আগেই, গত মাসে অটোমেশন স্টার্টআপ কনভার্জেন্স ডট এআই কিনে নেয় প্রতিষ্ঠানটি। 

২০২২ সালে প্রাক্তন মেটা ইঞ্জিনিয়ার ন্যান্সি জু মুনহাব প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এআই-চালিত বিভিন্ন টুল সরবরাহ করে, যেগুলো কোম্পানিগুলোকে কর্মী নিয়োগ, প্রার্থী মূল্যায়ন এবং অনবোর্ডিং থেকে শুরু করে পে-রোল ব্যবস্থাপনাতেও সহায়তা করে। মুনহাবের প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে যোগ্য প্রার্থী খুঁজে বের করতে ও তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনেও সক্ষম।

ক্রাঞ্চবেজের তথ্য অনুযায়ী, খোসলা ভেঞ্চারস, এআইএক্স ভেঞ্চারস, ডে ওয়ান ভেঞ্চারস, জিভি (গুগল ভেঞ্চারস) এবং সেলসফোর্সের কাছ থেকে মোট ১৪.৪ মিলিয়ন ডলার অর্থায়ন পেয়েছে মুনহাব। প্রতিষ্ঠানটির শত শত গ্রাহক রয়েছে, যার মধ্যে ফরচুন ৫০০ তালিকাভুক্ত কোম্পানিও রয়েছে বলে দাবি করেছেন ন্যান্সি জু। এই অধিগ্রহণের মাধ্যমে সেলসফোর্স তাদের এআইভিত্তিক রিক্রুটমেন্ট ও এইচআর সলিউশনকে আরও শক্তিশালী করতে চাইছে।

সূত্র: টেকক্রাঞ্চ

 

কিউটিভি/আয়শা/০৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫৮

▎সর্বশেষ

ad