আবরারের সেঞ্চুরিতে ১৪৬ রানের জয় বাংলাদেশের

Ayesha Siddika | আপডেট: ০৩ মে ২০২৫ - ০৮:০১:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (৩ মে) যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৬ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। শেষ দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই সিরিজ নিশ্চিত হবে আজিজুল হাকিমের দলের। জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে শুরুতে ব্যাট করে ৩৩৬ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে লঙ্কানরা ৩৮.৪ ওভারে ১৯০ রানে অলআউট হয়।

 ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আবরার। সেঞ্চুরি পূর্ণ করার ক্ষেত্রেও সেই আক্রমণের ধারা বজায় রেখেছেন। ৯৪ রান থেকে সেঞ্চুরিতে পৌঁছেছেন ছক্কা মেরে। চলমান সিরিজে এটি আবরারের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৬ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। 
 
১৪ চার ও ১৩ ছক্কায় ১০৬ বলে ১১৩ রান করে ফেরেন আবরার। মিডল অর্ডারে রিজান হাসান খেলেন ৭৭ বলে ৮২ রানের ইনিংস। শেষদিকে সামিউন বশির ৮ বলে ২৩  ও আল ফাহাদ ৫ বলে ১৯ রান করেন। তাতে ৮ উইকেটে ৩৩৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

রান তাড়ায় শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা। ৬ রানে ২ ওপেনারকে হারানোর পর ৩৬ রানে ৪ উইকেট হারায় দলটি। মিডল অর্ডারে অধিনায়ক বিমথ দিনসারা ফিফটির দেখা পেলেও ২০০ রান ছুঁতে পারেনি লঙ্কানরা। বাংলাদেশের হয়ে পেসার আল ফাহাদ ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন। বাঁহাতি স্পিনার সানজিদ ও অধিনায়ক আজিজুল হাকিম ২টি করে উইকেট নিয়েছেন।

 

কিউটিভি/আয়শা/০৩ মে ২০২৫, /রাত ৮:০০

▎সর্বশেষ

ad