
বিনোদন ডেস্ক : অনেক দিন পর গদর ২-এর হাত ধরে সাফল্যের মুখ দেখেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। তবে এরপরও এই পিরিয়ড ড্রামা সিনেমা ও পরিচালককে নিয়ে আমিশা কোনোভাবেই সন্তুষ্ট নন। এর আগে বহুবার গদরের পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ফের একবার পরিচালককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আমিশা প্যাটেল।
গদর-৩ তৈরি হলে তিনি কি ফের তাতে কাজ করবেন? এ বিষয়ে আমিশা বলেন, যদি নির্মাতারা কখনো গদর: এক প্রেম কথা (২০০১) এর আরও একটি সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করেন, তাহলে যথাযথ কাগজপত্র দেখে তবেই তিনি গদর ৩-এ সই করবেন। তিনি বলেন, আমি গদর-২ করতে রাজি হয়েছিলাম। কারণ সাকিনা ক্লাইম্যাক্সে খলনায়ককে হত্যা করে। এটা উপযুক্ত ছিল। কারণ খলনায়ক (পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল হামিদ ইকবাল, মনিশ ওয়াধওয়া অভিনীত) সাকিনার বাবা আশরাফ আলিকে হত্যা করেছিল। সবাই এই দৃশ্যে সহমত ছিলেন। সানিজিও (সানি দেওল) এর জন্য প্রস্তুত ছিলেন এবং সংলাপগুলোও প্রস্তুত ছিল। এটা হলে সিনেমাটা দুর্দান্তভাবে শেষ হতো।
আমিশা বলেন, ‘অনিল শর্মাজি আমার পরিবারের মতো; আমি ওকে ২৭ বছর ধরে চিনি। তাই যখন আমরা প্রথম গদর সিনেমাতে কাজ করা শুরু করি, তখনো কোনো চুক্তি ছিল না, কোনো প্রকৃত চিত্রনাট্য ছিল না, যাতে আমরা সিনেমার সাফল্যের প্রয়োজনে গল্পটি পরিবর্তন করতে পারি। তিনি আমাকে তার ওপর আস্থা রাখতে বলেছিলেন। এবং তিনি বলেছিলেন—আমি কি এমন কিছু করতে পারি, যা সাকিনাকে দুঃখ দেবে? তাই আমিও তার কথায় বিশ্বাস রেখে কাজ করেছি এবং সিনেমাটির শুটিং করেছি।
অভিনেত্রী বলেন, পরিচালক এক বছর ধরে তার সঙ্গে যোগাযোগ করেননি। পালমপুর (যেখানে গদর ২-এর প্রথম শিডিউলের শুটিং হয়েছিল) থেকে মুম্বাই ফিরে আসার পর, পরিচালক এক বছর আর আমার সঙ্গে যোগাযোগ করেননি। সেই সময়, আমি জানতে পারি যে, তিনি আমাকে না জানিয়েই চুপিচুপি ক্লাইম্যাক্সের শুটিং করেছেন, আমরা ফিরে আসার দুই মাস পর সেটি ঘটে।’
তিনি বলেন, যে ক্লাইম্যাক্স অনেকের কাছেই অদ্ভুত বলে মনে হচ্ছে। বিশেষ করে এতে কোনো কারণ দেখানো হয়নি যে, কেন খলনায়ককে হত্যা করা হচ্ছে। তবে সিনেমার প্রচারের সময়ও তিনি পরিচালকের সঙ্গে এটা নিয়ে ঝগড়া না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তার মনে হয়েছিল বিষয়টি ঠিক হবে না।
আমিশা বলেন, অতীত ভুলে যাব। তবে আমি আশা করি অনিল শর্মার বিবেক তাকে এই ভুল বুঝতে সাহায্য করবে। এ ছাড়া আমি বিশ্বাস করি, ঈশ্বর ও কর্মফল আছে, আপনি যা বপন করবেন, তাই ভোগ করবেন। আমিশা কি গদর ৩-এ কাজ করতে রাজি? এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, আমার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে আমি একটা স্পষ্ট ধারণা চাই, যেখানে সব কিছু কাগজ-কলমে লেখা থাকবে এবং চুক্তি হওয়ার পর তবেই কাজ করব। আমি ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে কাজ করার বিপক্ষে নই।
কিউটিভি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৩৬