লাদাখ সীমান্তে শান্তি রক্ষায় ভারতের সঙ্গে কাজ করছে চীন: রিপোর্ট

Ayesha Siddika | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০৭:০৫:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ ভারত ও চীনের মধ্যে। ২০২০ সালের জুনে ভারতের লাদাখের গালওয়ান উপত্যকা ও চীনের আকসাই চীন সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে দুই দেশের সেনা হতাহত হন। তবে সম্প্রতি রাশিয়ার কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে পর দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। ওই সময়ই আলোচনা হয় সীমান্তে উত্তেজনা কমানো নিয়ে।

এরপর লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে এক হয়ে কাজ শুরু করছে ভারত ও চীন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, ভারতের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তুত চীন।

গত বছরের শেষের দিকে ডেপসাং ও ডেমচক থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করে দিল্লি ও বেইজিং। এই দুটি স্থান ছিল দুই দেশের মধ্যে উত্তেজনার শেষ কেন্দ্রবিন্দু। আর এতেই চার বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান হয়। গত বছর কাজানে মোদি-শি জিন পিংয়ের বৈঠকের পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ডিসেম্বরে বেইজিংয়ে ২৩তম বিশেষ প্রতিনিধি বা এসআর পর্যায়ে আলোচনায় বসেন। 

এরই ধারাবাহিকতায় গত ২৬ জানুয়ারি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি চীনের ভাইস মিনিস্টার সান ওয়েডংয়ের সঙ্গে বৈঠক করেন। পরপর কয়েক দফায় দুই দেশের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় আছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

 

কিউটিভি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০২

 
▎সর্বশেষ

ad