
বিনোদন ডেস্ক : অবশেষে দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গে পরিণয় হলো মেহজাবীন চৌধুরীর। জানা গেছে, ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন মেহজাবীন। বিয়ের দেড় সপ্তাহ পর ছবি প্রকাশ করলেন তিনি।
আজ দুপুরে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। তিনি লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল।
এরআগে বেশ কয়েকবার কানাঘুষা শোনা গিয়েছিলো যে, মেহজাবীন প্রেম করছেন নির্মাতা, প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে! সেই বিষয়ে কখনো টুঁ শব্দটি করেননি এই জুটি। বরাবরই এসব প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। সেই গুঞ্জনই এবার বাস্তবে রূপ নিলো!
কিউটিভি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:২০