ব্রেকিং নিউজ
ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি’র চাপে অবশেষে সিসি ক্যামেরা সরাতে বাধ্য হলো বিএসএফ

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:২৭:১৫ পিএম

মাইদুল ইসলাম মুকুল, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর দক্ষিন বাঁশজানী সীমান্তে টানা দুই দিনের উত্তেজনার পর শূন্য রেখায় ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের সাথে লাগানো সিসি ক্যামেরা খুলে নিয়েছে বিএসএফ। গতকাল মঙ্গলবার রাতে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ ছোট গাড়লজোড়া বিএসএফ টহল দলের সদস্যরা সিসি ক্যামেরাটি খুলে নিয়ে যায়। এ সময় বিজিবি‘র দিয়াডাঙ্গা ও ময়দান বিওপি‘র টহল দলের সদস্যগন উপস্থিত ছিলেন।

এর আগে সিসি ক্যামেরা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারী) দুপুরে দক্ষিণ বাঁশজানী গ্রামে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিজিরি‘র কড়া আপত্তির কারনে সিসি ক্যামেরাটি সরিয়ে নিতে সম্মতি জানায় বিএসএফ। বৈঠকে বিজিবির‘র পক্ষে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাহমুদুল হাসান এবং বিএসএফ‘র পক্ষে ১৬২ ব্যাটালিয়নের কমান্ডেট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।

উল্লেখ্য গত রোববার (৯ ফেব্রুয়ারী) গভীর রাতে বিএসএফ সদস্যরা আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ সাব পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে ইউক্যালিপ্ট্যাস গাছের উপর সিসি ক্যামেরাটি লাগায়। পরদিন সোমবার (১০ ফেব্রুয়ারী) বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে দফায় দফায় আলোচনা হলেও সুরহা হয়নি। কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান ক্যামেরা খুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউটিভি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৮

▎সর্বশেষ

ad