ব্রেকিং নিউজ
ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

চৌগাছায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশেম পার্ক সিলগালা

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:১৭:৪৯ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গ্রামীণ এলাকায় গড়ে তোলা কাশেম পার্ক সিলগালা করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে পার্কটি সিলগালা করা হয়েছে। অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে সিলাগলা করে দেন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) তাসমিন জাহান। পার্কটি সিলগালা করে দেওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। অভিযানের সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে চৌগাছা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাটা ব্যবসায়ি আবুল কাশেম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে চৌগাছা-পুড়াপাড়া সড়কের পাশে একটি বড় পুকুরের চারপাশে উচুঁ প্রাচীর নির্মান করে পুকুরের চার পাড়েফলজ ও বনজ গাছের বাগান গড়ে তোলেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে একটি নাম মাত্র ট্রেড লাইসেন্স নিয়ে নিজ নামে পার্ক তৈরি করেন। পুকুর পাড়ে আমবাগানের মধ্যে বিনোদন পার্কের নামে বেশ কিছু ছোট ছোট ইটের ঘর তৈরি করে। স্থানীয়দের অভিযোগ এই ইটের ঘরে বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী নিয়ে এসে পতিতাবৃত্তি করে আসছিলেন।

এছাড়া স্কুল কলেজ পড়–য়া ছেলে মেয়েরা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে এখানে অসামাজিক কাজে লিপ্ত হতো। এ নিয়ে গ্রামবাসির পক্ষ থেকে বার বার অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার এ পার্কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অসামাজিক কাজের কিছু উপকরণসহ বেশ কয়েক জোড়া কপোত কপোতী ধরা পড়ে। এ সময় কপোত কপোতীদের মোচলিকা নিয়ে ছেড়ে দিয়ে পার্কটি সিলগালা করে দেন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) তাসমিন জাহান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৫

▎সর্বশেষ

ad