ব্রেকিং নিউজ
ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

‘আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ’, ট্রাম্পকে সতর্ক করল ইরান

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৫ - ০৩:২৬:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বলপ্রয়োগের হুমকিকে ‘বেপরোয়া’ এবং ‘উস্কানিমূলক বক্তব্য’ হিসেবে বর্ণনা করেছে ইরান। সেই সঙ্গে ‘যেকোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে’ বলেও সতর্ক করেছে দেশটি।  খবর রয়টার্সের। 

ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদকে চিঠিতে লিখেছেন, ‘এই বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন করে। ’তিনি আরও লেখেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান সতর্ক করে দিয়েছে যে যেকোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে, যার দায় সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের। ’

এতে আরও লেখা হয়েছে, ‘যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে। ’গত সপ্তাহে ট্রাম্প ইরানের উপর ‘সর্বোচ্চ চাপ’ ক্যাম্পেইন পুনর্বহাল করেছেন। যার মধ্যে রয়েছে তেহরানকে পারমানবিক অস্ত্র পাওয়া থেকে বিরত রাখার জন্য তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা। তিনি আরও জানান, তিনি একটি চুক্তির জন্য উন্মুক্ত এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলতে ইচ্ছুক।

মাসুদ পেজেশকিয়ান সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে ইরাভানি তার চিঠিতে লিখেছেন যে মার্কিন নীতি ‘বেআইনি, একতরফা বলপ্রয়োগমূলক ব্যবস্থা জোরদার করে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতা বৃদ্ধি করে। ’

 

 

কিউটিভি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:২৪

▎সর্বশেষ

ad