ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

রাঙামাটিতে সেনা কর্মকর্তা হত্যা মামলার আসামী আ’লীগ নেতা গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:০৩:১৮ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির নানিয়ারচরে ২৪ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নুরুল আলম গাজী হত্যা মামলার ১নং আসামী উপজেলা আওয়ামীলীগ নেতা নিখিল নাথ (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে অভিযান পরিচালনা করে উপজেলার হাসপাতাল পাড়া এলাকা থেকে নিখিল নাথ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ নাজির আলম। নিখিল নাথ নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বলে জানাগেছে।

এ বিষয়ে ওসি নাজির আলম জানান, ২৭ ডিসেম্বর ২০০৬ এর ৩০২/৩৪ পেনাল কোড সিএস এর ০১নং আসামী নিখিল নাথ, পিতা-মনিন্দ্রনাথ কে ওয়ারেন্ট মূলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আমরা আসামীকে হাজতে প্রেরণ করা হবে বলেও জানায় পুলিশ।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর, মোঃ নাজির আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা হতে ওয়ারেন্টভূক্ত মামলার আসামী নিখিল নাথ-(৫০) আটক করে নানিয়ারচর থানা হেফাজতে নিয়ে যায় বলে জানা যায়।

উক্ত আসামীর মামলার নথি যথাক্রমে,নানিয়ারচর থানা মামলা নং-০১ তারিখ ২৭/১২/২০০৬ইং। ধারা-৩০২/৩৪ দন্ডবিধি,জিআর নং ৩০৪/০৬। উক্ত আসামীকে রাঙামাটি কোর্টে প্রেরন করার প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad