
এম এ রহিম চৌগাছা (যশোর) : অপারেশন ডেভিল হান্টে যশোরের চৌগাছায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক
করা হয়।
আটককৃতরা হলেন হাকিমপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান (৬৫) ও পাশাপোল ইউনিয়নের ১ নম্বর পাশাপোল ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম (৪২)। একই রাতে চৌগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করেন।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের থানার একটি পেইন্ডিং মামলায় আটক দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
কিউটিভি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২৩