
মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জামিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ তা নিশ্চিত করেননি। শনিবার গভীর রাতে উপজেলার রিফাইতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জামিরুল ইসলাম বাবু রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রিফাইতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, জামিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।
কিউটিভি/আয়শা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩২