
স্পোর্টস ডেস্ক : সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ফখর জামান। সেই তিনি আবারও ফিরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে। নানা বিতর্ক পাশ কাটিয়ে নিজেকে প্রস্তুত করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ফখর বলেন, ‘আমি হারে হতাশ, কিন্তু সেঞ্চুরি না করা নিয়ে আমি চিন্তিত নই।’লম্বা সময় পর দলে ফিরলেও সতীর্থদের সমর্থন ও ভক্তদের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফখর। বলেন, ‘আমি কিছু সময়ের জন্য দলের বাইরে ছিলাম। তবে ফিরে আসার পর সবার কাছ থেকে যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।’
সবশেষ ম্যাচে রান পাননি বাবর আজম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাবরকে নিয়ে সমর্থকদের চিন্তা থাকলেও ফখরের বিশ্বাস দ্রুতই রানে ফিরবেন তারকা এই ব্যাটার। ফখর বলেন, ‘বাবর আজমের নিজস্ব একটি ক্লাস আছে। আপনারা দ্রুতই দেখতে পাবেন সে পারফর্ম করছে।’
কিউটিভি/আয়শা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪০