ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

শিরোপার লড়াই জমিয়ে তুলল আর্জেন্টিনা-ব্রাজিল

Ayesha Siddika | আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০৮:০৪:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম লড়াইতে ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তবে দুই দলই এখন দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের দৌড়ে আছে ভালোভাবে। আজ দুই দলই জয় তুলে নিয়েছে। তাতেই জমে উঠেছে টুর্নামেন্টের শিরোপার লড়াইটা। 

আর্জেন্টিনার যুবারা দারুণ ফর্মে আছেন। চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। প্রথম ৫২ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ৬৯ মিনিটে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। এরপর উরুগুয়ে দুটি গোল শোধ করে, ম্যাচে চলে আসে রোমাঞ্চের আঁচ। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 

দলের হয়ে দুটি গোল করেন ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরি, যিনি ইতোমধ্যেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ। অন্য দুটি গোল সেন্টার ফরোয়ার্ড মরিসিও কারিজ্জোর।    

ওদিকে ব্রাজিল ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে হারিয়েছিল উরুগুয়েকে। এরপর এবার কলম্বিয়াকেও একই ব্যবধানে হারিয়েছে তারা। দলের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার লাগো দা সিলভা। ম্যাচের ৮৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের রাইটব্যাক ইগর সেরোতে।

এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের শীর্ষ চার দল পাবে ২০২৪ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকিট। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা, সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল। তাদের পরের ম্যাচ জিতলেই বিশ্বকাপ নিশ্চিত হবে। এরপর লড়াইটা হবে শিরোপার। ব্রাজিল আর্জেন্টিনার কেউই যে কাউকে ছেড়ে কথা বলবে না, তার আঁচ তো এখন মিলছেই!

 

কিউটিভি/আয়শা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad