
ডেস্ক নিউজ : জুলাই-আগস্টে শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে নেমে গুলিবিদ্ধ হওয়া রবিউল হোসাইন পলাশকে (৪৮) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য রবিউলের থাইল্যান্ড যাওয়ার ছাড়পত্র দিয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।
গত ৪ আগস্ট অস্ত্রোপচার করে মেরুদণ্ডে আটকে থাকা গুলি বের করা হয়েছিল তার। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ২৪ আগস্ট সিএমএইচে আনা হয় তাকে। এরপর ২৬ সেপ্টেম্বর সিএমএইচে উন্নত চিকিৎসা ভি-ওয়াই করানো হলেও খুব একটা কাজ হয়নি। যে কারণে পরবর্তী প্রক্রিয়ার জন্য এখন তাকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে।
কিউটিভি/আয়শা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৮