
আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম দেশীয়ভাবে নির্মিত ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান। ‘শহিদ বাঘেরি’ নামের এই ড্রোনবাহী যুদ্ধজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে উন্মোচন করা হয়।
জাহাজটি উচ্চগতির আক্রমণাত্মক বোট, যুদ্ধ ও সহায়ক হেলিকপ্টার বহন এবং পরিচালনা করতে পারে। এটি ড্রোন ও হেলিকপ্টার মিশনের জন্য একটি মোবাইল সামুদ্রিক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।
যুদ্ধজাহাজটি ফোর্স ৯ মাত্রার (খোলা সমুদ্রে প্রবল ঢেউয়ের প্রতিকূলতা) সামুদ্রিক পরিস্থিতি সহ্য করতে পারে এবং এতে ২২,০০০ নটিক্যাল মাইল পর্যন্ত অপারেশনাল রেঞ্জ রয়েছে। এর সবচেয়ে ভালো বৈশিস্ট্য হলো- এক বছর পর্যন্ত পুনরায় জ্বালানি না নিয়েই দীর্ঘ দূরত্বের মিশন পরিচালনা করতে পারবে। সূত্র: মেহের নিউজ
কিউটিভি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫০