ফি-ছাড়াই পানামা খাল পাড়ি দেবে মার্কিন জাহাজ

Ayesha Siddika | আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২৫ - ০৬:৪৫:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকারের জাহাজগুলো এখন থেকে কোনো ফি-ছাড়াই পানামা খাল পাড়ি দেবে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে দেওয়া ওই ঘোষণায় জানানো হয়, ‘মার্কিন সরকারি জাহাজগুলো এখন থেকে বিনা ফি-তে পানামা খাল পার হতে পারবে। যা প্রতিবছর মার্কিন সরকারের জন্য কোটি কোটি ডলার সাশ্রয় করবে’।

পানামা সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন নৌবহরের জন্য ট্রানজিট ফি বাতিলের সিদ্ধান্ত জানানোর পরই তথ্যটি জানিয়ে দিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে তার প্রথম সফরের অংশ হিসেবে পানামা সফরকালে এ সিদ্ধান্ত নেয় পানামা সরকার। রুবিও এর আগে গত রোববার পানামা সিটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এবং পররাষ্ট্রমন্ত্রী হ্যাভিয়ের মার্টিনেজ-আচার সঙ্গে বৈঠক করেন। যেখানে তাদের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রুবিও পানামার নেতাদের প্রতি আহ্বান জানান, যাতে তারা পানামা খাল অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব কমানোর ব্যবস্থা নেয়। অন্যথায় ট্রাম্প প্রশাসন ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে। মূলত এর পরই আনুষ্ঠানিকভাবে মার্কিন নৌবহরের জন্য ট্রানজিট ফি বাতিলের সিদ্ধান্ত জানায় পানামা সরকার। সূত্র: আনাদোলু

 

 

কিউটিভি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad