মনিরামপুরে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

Ayesha Siddika | আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২৫ - ০৩:৫৩:৪৯ পিএম

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বুধবার ৫৩ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগীতার সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিকেলে মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।

উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনাচর্জ(ওসি) নূর মোহাম্মদ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বরাকাত মো:ফকরুদ্দিন, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা বিজয়ীদের পুরুষ্কার প্রদান করেন।

 

 

কিউটিভি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad