
স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে পৌঁছে গেছে ফরচুন বরিশাল। তবে শিরোপার লড়াইয়ে নামার ঠিক আগে দলটির মালিক মিজানুর রহমান রীতিমতো হুমকিই দিয়ে বসেছেন। পারিশ্রমিক বকেয়া, স্পট ফিক্সিংসহ নানা অনিয়মের সঠিক বিচার দাবি করেছেন তিনি। তা না হলে আগামী বিপিএল থেকে আর দেখা যাবে না ফরচুন বরিশালকে।
যা হয়েছে, তাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, ‘যা হয়েছে এমনটা হওয়া উচিৎ হয়নি। কাউকে দল দেওয়ার সময় দেখা উচিৎ ছিল তার সামর্থ্য আছে কি না। এটা নিয়ে আসলে কথা বলারও ইচ্ছা নেই, খুবই লজ্জাজনক ঘটনা। এর প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। বরিশালের কাছে কোনো বিদেশি খেলোয়াড় অন্তত অগ্রিম টাকা চায়নি। এবার চেয়েছে। বুঝতেই পারছেন বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ন হয়েছে।‘
তবে অনিয়মের সমালোচনা করলেও ভবিষ্যতে বিপিএলে থাকার ইচ্ছা আছে বরিশাল মালিকপক্ষের। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর বিসিবির পক্ষ থেকে আশ্বাস পেয়েছেন তারা। মিজানুর রহমান বলেন, ‘এটা নির্ভর করছে কিছু বিষয়ের ওপর। তবে এই আসরে আমরা যথার্থ সম্মান পেয়েছি, বিপিএলের গভর্নিং কাউন্সিল আমাদের সঙ্গে কথা বলেছে, সময় দিয়েছে। আমরা কিছু আশ্বাসও পেয়েছি। মানুষ কাজ করতে গেলে পাঁচটির মধ্যে একটা ভুল হতেই পারে।‘
কিউটিভি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪০