
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ৩ ফেব্রুয়ারি সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে প্রতিবছরের মতো এবারও পূজা মন্ডপে বিদ্যাদেবী সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয়। পূজা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, স্কুল-কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক, ভক্ত সাধারণ উপস্থিত ছিলেন।
মূল পূজা দুপুরে অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাবেক সংসদ সদস্য, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক বিশ্বনাথ রায়, সফিকুল আলম ও শাহ আলম, সংগীত বিদ্যালয়ের সম্পদক অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, প্রধান শিক্ষক বিজয় কুমার, প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্মণ, জামাযাত নেতা মোকাররম হোসেন, সানরাইজ কে.জি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, নাট্যকার জালালউদ্দিন জিল্লু প্রমুখ উপস্থিত ছিলেন।
পূজা অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অর্পণ চক্রবর্তী। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগীত বিদ্যালয়ের সহ-সম্পাদক অধ্যাপক প্রশান্ত কুমার বসাক। পরে অতিথিসহ সকলকে আপ্যায়ন করা হয়।
কিউটিভি/আয়শা/৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৫