ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

মেসি বা পেলে-ম্যারাডোনা নয়, নিজেকে সর্বকালের সেরা মানেন রোনালদো

Ayesha Siddika | আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২৫ - ০৪:০৮:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির নামটা সর্বকালের সেরা হিসেবে আগেও টুকটাক শোনা যেত। কিন্তু কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট এনে দেয়ার পর ক্যারিয়ার পরিপূর্ণতা পেয়েছে মেসির। আর্জেন্টিনার মহাতারকাকে পেলে-ম্যারাডোনার মতোই সর্বকালের সেরা হিসেবে মেনে নিয়েছে অধিকাংশ মানুষই। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার ঐতিহাসিক দ্বৈরথেরও তাতে সমাপ্তি খুঁজেছে সমর্থকরা। রোনালদো অর্জনে আর কীর্তিতে মেসির চেয়ে পেছনে পড়ে গেছে বলেই অধিকাংশের মত। যে কারণে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে রোনালদোর নাম এলোও সর্বকালের সেরা হিসেবে তার নামটা সেভাবে কেউ বলে না।

কিন্তু রোনালদোর তাতে থোড়াই কেয়ার। নিজের কাছে এই পর্তুগিজ সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী মেসি তো বটেই পেলে-ম্যারাডোনার চেয়েও নিজেকে সেরা মনে করেন এই পর্তুগিজ মহাতারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি।

সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে মেসি বা পেলে-ম্যারাডোনাকে নিজের পরেই রাখছেন রোনালদো। ছবি: সংগৃহীত

এল চিরিঙ্গুইতোর সাংবাদিক এদু অ্যাগুইরের লা সেক্সটা নামের অনুষ্ঠানে রোনালদো বলেন, ‘আমি সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। এটাই আমার মত। এটা রুচির ব্যাপার তবে আমার মনে হয় আমিই। আমি ফুটবলে সব করেছি। আমি ভালো হেড পারি, আমি ভালো সেটপিস নিতে পারি, আমার বাঁ পায়েও ভালো শট নিতে পারি, আমি জোরে দৌড়াতে পারি, আমি শক্তিশালী, আমি লাফাতেও পারি।’

রোনালদো আরও বলেন, ‘রুচি এক জিনিস, এই বা ওটা বলা—আপনি মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করেন, আমি তা শুনি এবং সম্মান করি। কিন্তু যদি কেউ বলে যে ক্রিস্টিয়ানো (রোনালদো) পরিপূর্ণ নয়, সেটা মিথ্যা। আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমি আমার চেয়ে ভালো কাউকে দেখি না, এবং আমি আপনাকে মন থেকে বলছি।’

আগামীকাল ৪০ বছর পূর্ণ করবেন রোনালদো। এই বয়সেও বিশ্বের অন্যতম সেরা গোল স্কোরার তিনি। এই পর্তুগিজ বলেন, ‘যদি আমি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, ইতিহাসের সেরা আমিই, এটাই চূড়ান্ত।’ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক স্পর্শের কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো।

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসলের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন রোনালদো। তাতে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯২৩ গোলে। তবে হাজার গোলের মাইলফলক নিয়ে বারবার প্রশ্ন করায় বিরক্ত রোনালদো। তিনি এই সাক্ষাৎকারে বলেন, ‘যদি আমি এটা অর্জন করতে পারি, তা দারুণ হবে…তবে আমি এর মোহে আচ্ছন্ন নই। এটা নিয়ে বারবার কথা বলাটা বিরক্তিকর।’

 

 

কিউটিভি/আয়শা/৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad