ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সাইফের ওপর হামলায় দোষী কারিনা: নির্মাতা

Ayesha Siddika | আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২৫ - ০২:৫৯:৩১ পিএম

বিনোদন ডেস্ক : ১৫ জানুয়ারি মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা করে ডাকাত দল। ছয়বার ছুরিকাঘাত করায় রক্তাক্ত হয়েছিলেন সাইফ। ঘটনার তিন দিনের মধ্যে অভিযুক্ত শরিফুল ইসলাম ধরা পড়েন। সাইফও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু ওই ঘটনার আলোচনা সমালোচনা এখনো বন্ধ হয়নি। 

এবার ঘটনার জন্য সাইফ স্ত্রী কারিনা কাপুরকে দুষলেন নির্মাতা আকাশদীপ সাবির। শুধু তিনি নন, এ নির্মাতার স্ত্রী শিবাও বলেছেন একই কথা। কারিনাকে অনেকটা কটাক্ষও করেছেন এই নির্মাতা দম্পতি। বলছেন, কোটি কোটি রুপি পারিশ্রমিক নেন কিন্তু নিজের বাড়িতে একজন নিরাপত্তারক্ষী কিংবা গাড়ির চালক রাখতে পারেননি সাইফ-কারিনা। 

তবে এ প্রসঙ্গ আসার আগে চলচ্চিত্র অঙ্গনে পুরুষ ও নারী অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে কথা বলেন তারা। তাদের দাবি, আল্লু অর্জুনের জন্যই ‘পুষ্পা ২’ সিনেমা জনপ্রিয়তা পেয়েছে। তাই রাশমিকা মান্দানার চেয়ে বেশি টাকা পারিশ্রমিক পেয়েছেন আল্লু। এরপরেই আকাশদীপ ও তার স্ত্রী কারিনাকে কটাক্ষ করেন।

নির্মাতা আকাশদীপ খোঁচা দিয়ে বলেন, নারী-পুরুষের পারিশ্রমিকের অসমতার জন্যই তো ২১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েও নিজের বাড়ির বাইরে একজন নিরাপত্তারক্ষী নিযুক্ত করতে পারেননি কারিনা। তাদের ১০০ কোটি রুপি দিলে তবেই রাতের জন্য একজন নিরাপত্তারক্ষী আর একজন গাড়ির চালক রাখতে পারবেন। 

তাছাড়া হামলার ওই রাতে অটোতে চড়ে হাসপাতালে গিয়েছিলেন সাইফ আলি খান।  বিষয়টি নিয়ে হাস্যরস করেন আকাশদীপ। তিনি অনেকটা ইঙ্গিত দেন, যেন অটোর কথা বিশ্বাস করেননি। আকাশদীপ বলেন, কারিশমার প্রথম সিনেমা ‘সাহারা’ পরিচালনা করেছিলাম; তখনই কারিনার সঙ্গে দেখা হয়েছিল। সেই সময় কারিনা একেবারেই শিশু।’

বর্ষীয়ান এ নির্মাতা বলেন, সাইফ-কারিনা বলিউডে খুব সম্মানীয় দম্পতি। কিন্তু দুটো প্রশ্নের উত্তর কিছুতেই মিলছে না। প্রথমত, ঘরের বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না? দ্বিতীয়ত, মুম্বাইয়ের বেশির ভাগ বাড়িতে কর্মীদের থাকার জায়গা কেনো থাকে না? সোশ্যাল মিডিয়াতে সাইফ-কারিনার এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/৪ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৪

▎সর্বশেষ

ad