
লুৎফুন্নাহার রুমা,ব্যুরো চিফ ময়মনসিংহ : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয় ১২ জন আসামি। এসআই(নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। সোহানুর রহমান সোহেল (৩৭), পিতা-মোঃ দেলোয়ার, এলাকস-বলাশপুর হাক্কানী মোড়, ২। কাউছার হাছান মোহন (১৯), পিতা-মোঃ শামীম,এলাকা -ওয়াবদার মোড়, ৩। সাজ্জাদ হোসেন (৩৪), পিতামৃত-আঃ রাজ্জাক,এলাকা-বলাশপুর আকন্দবাড়ী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর হাক্কানী মোড় পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসআই(নিঃ) পিন্টু কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী ১।
রুমান (৩১), পিতামৃত-লাল মিয়া,এলাকা-টান কাতলাসেন, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন ঢোলাদিয়া এলাকা হইতে গ্রেফতার করা হয়। এসআই(নিঃ) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ সামী পাটোয়ারী জনি (৩৯), পিতা-মৃতঃ আজিজ পাটোয়ারী , ঠিকানা: স্থায়ী: (৪৬নং থানাঘাট, ০৮নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন কালিবাড়ী এলাকা হইতে গ্রেফতার করেন। এসআই(নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মাহবুব রহমান সোহাগ (৩৮), পিতামৃত-আঃ হালিম, এলাকা-ভাটিকাশর, ২। রেজাউল করিম সুমন (৩৭), পিতা-আঃ মান্নান সরকার, এলাকা-বলাশপুর, ৩।
মোঃ অন্তর (২০), পিতামৃত-বিল্লাল হোসেন জগৎ, সাং-আকুয়া উত্তর পাড়া ভাঙ্গাপুল, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর হাক্কানী মোড় সরকারী পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন। ইহাছাড়াও এসআই (নিঃ) সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) মনোয়ার হোসেন, ওমর ফারুক থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানাভুক্ত আসামীদেরকে গ্রেফতার করেন। পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা ১। মো: আজিজুল শামীম , পিতা-মো: আ: জব্বার সরকার, স্থায়ী: গ্রাম- আকুয়া (১ নং) (চৌরঙ্গির মোড়) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ ২।
মোঃ শরীফ হোসেন (২১) , পিতা-মৃত- আকরাম হোসেন, স্থায়ী সাং: ৮৭ নং সারদা ঘোষ রোড,রুটিওয়ালা পাড়া, থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহ ৩। শাকিল (২৩), পিতা-আঃ রশিদ, স্থায়ী: (কালীবাড়ী বাস্তহারা বন্তি লোকনাথ মন্দিরের পিছনে) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, ৪। মোঃ আজিজুল শামীম, পিতা-মোঃ আব্দুল জব্বার সরকার, এলাকা-১নং আকুয়া চৌরাঙ্গীর মোড়, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
কিউটিভি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০০