
লুৎফুন্নাহার রুমা,ব্যুরো চিফ ময়মনসিংহ : ময়মনসিংহ বর্তমান নগরীর অন্যতম প্রধান ও বিশেষ জনদুর্ভোগ যানজট। এর ফলে নাগরিক জীবনে প্রতিদিনই চলাফেরার ব্যাঘাত ঘটছে। গন্তব্যে পৌঁছাতে প্রয়োজন হয় দ্বিগুণ সময়, গুনতে হয় অতিরিক্ত ভাড়া। এছাড়া যানজটের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছাতে দেরি, জরুরি সেবার বিলম্ব এবং পরিক্ষার্থীদের হয়রানি, কর্মজীবী মানুষের মানসিক চাপসহ নানান সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে।
এখন সময়ের দাবী—যানজট মুক্ত একটি শহর! ময়মনসিংহ এলাকাবাসীর এই দাবির সঙ্গে একাত্ম হয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আমাদের বিশেষ আয়োজন “ময়মনসিংহ যেখানে নগরীর যানজট সমস্যা এবং মুক্তির পথ নিয়ে আলোচনা সাপেক্ষে জনসাধারণের বক্তব্যে বলেন,জনদুর্ভোগ যানজট মুক্ত একটি শহর কিন্তু যানবাহন অটোরিক্সা বা ব্যাটারী চালিত যানবাহন বিহীন দূর্যোগের স্বিকার হতে হচ্ছে জনসাধারণের। যানবাহন এবং যানজট দুটোর ভোগান্তি নিরসনের জোর দাবি জনসাধারণের।
কিউটিভি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০০