ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

আশুলিয়ায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা

Ayesha Siddika | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৫ - ০৬:৩২:১০ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় একটি পোশাক কারখানার ছাটাইকৃত শ্রমিকরা বকেয়া পাওনা, চাকরিতে পুনর্বহালসহ বেশ কিছু দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই বিক্ষোভ করে শ্রমিকেরা। সোমবার  সকাল ১০টা থেকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কারখানাটির সামনে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, কারখানা মালিকের একবেলা ভালো খাবারের আয়োজনকে কেন্দ্র করে শ্রমিক ও স্টাফদের মাঝে সংঘর্ষ হয়। এর ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে কারখানা কতৃপক্ষ  ৪০০ এর অধিক শ্রমিক ছাটাই করলে, ছাটাইকৃত শ্রমিকরা সকাল থেকে  রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষুদ্ধ শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা ও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, শারমীন গ্রুপের প্রায় সাড়ে ৪ শতাধিক চাকরিচ্যুত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা ঘটনাস্থলে আছি, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে রোববার ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে শ্রমিকদের দাবি অনুযায়ী পাওনাদি পরিশোধে রাজি নয় মালিকপক্ষ। ফলে ওইদিন কোনো সমাধান হয়নি। তাই সোমবার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। সোমবার  আবার শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ, পুলিশ ও বিজিএমইএ সঙ্গে আলোচনা চলছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad