
স্পোর্টস ডেস্ক : নভেম্বরের তৃতীয় সপ্তাহে ছুটিতে গিয়েছিলেন জাতীয় দলের নারী ফুটবলাররা। এই প্রথম সাবিনা-মারিয়াদের ছুটি ছিল অনির্দিষ্টকালের জন্য। কবে ক্যাম্পে ফিরতে হবে, ছুটির সময় তা জানানো হয়নি অক্টোবরে টানা দ্বিতীয়বার সাফ জেতা দলের সিনিয়র সদস্যদের।
কিছুদিন আগে বাফুফে সদস্য ও নারী কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, জানুয়ারির মাঝামাঝিতে সিনিয়র মেয়েদের ক্যাম্পে ডাকা হবে। এরই মধ্যে সাবিনাদের ক্যাম্পে যোগদান করতে বলা হয়েছে। ১৫ জানুয়ারি জাতীয় দলের যে খেলোয়াড়রা ছুটিতে ছিলেন তারা ক্যাম্পে যোগ দেবেন।
মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে ম্যাচ খেলতে চেয়েছিলাম। এখনো কোনো দল পাওয়া যায়নি। তাই মার্চের উইন্ডোকে সামনে রেখেই মেয়েরা প্রস্তুতি নেবে। ১৫ জানুয়ারি ক্যাম্পে ফিরে সাবিনার নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন করবে। ২৩ জুন থেকে ৫ জুলাই এশিয়ান কাপের বাছাই পর্ব আছে।’
টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের নারী কমিটির চেয়ারপারসন কিরণ বলেছিলেন, তারা দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলতে চান। সেই লক্ষ্যে সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ কয়েকটি দলের সঙ্গে বাফুফের চিঠি চালাচালি করছিল।
২০২৫ সালে এশিয়ান বাছাই ছাড়া সাবিনাদের মাঠে নামার জন্য প্রীতি ম্যাচের ওপরই নির্ভর করতে হবে। নতুন বছরের প্রথম উইন্ডোই হয়তো মিস করতে যাচ্ছে জাতীয় দল। ফেব্রুয়ারিতে তিন ম্যাচের উইন্ডো ছিল। দল না পাওয়ায় হয়তো ফেব্রুয়ারিতে ম্যাচ খেলা হচ্ছে না সাবিনাদের। বাফুফে এখন মার্চের উইন্ডোতে দুই ম্যাচ খেলার চেষ্টা করবে।
কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩০