ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নামাজ শুরু করেই নবীজি যে দোয়া পড়তেন

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৫ - ০৬:৫২:১৪ পিএম

 

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম

নামাজ শুরু করেই এ দোয়াটি পড়তে হয়। এ দোয়াকে সানা বলে। 

নামাজের দোয়া সানা

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাস্‌মুকা, ওয়া তা’আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক।

অর্থ: হে আল্লাহ্! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে, আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। হজরত আয়িশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন বলতেন سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতা‘আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক। (আবু দাউদ ৭৭৫, ইবনে মাজাহ্‌ ৮০৪)

নামাজের সূচনা দোয়া, سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ…, আমাদের মনে আল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং নির্ভরতার অনুভূতি জাগ্রত করে। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা, পবিত্রতা এবং সর্বোচ্চ মর্যাদা স্বীকার করি। 

এটি শুধু আমাদের নামাজকে সুন্দর করে তোলে না, বরং আমাদের আধ্যাত্মিক জীবনকে আরও পরিশুদ্ধ ও অর্থবহ করে তোলে। তাই প্রতিটি মুসলিমের উচিত এই দোয়াটির গুরুত্ব বুঝে নিয়মিত অনুশীলন করা, যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ হয়।

মুফতি আবদুল্লাহ তামিম

১ মিনিটে পড়ুন

নামাজের দোয়া সানা

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাস্‌মুকা, ওয়া তা’আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক।


অর্থ: হে আল্লাহ্! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে, আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই।
হজরত আয়িশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন বলতেন سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতা‘আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক। (আবু দাউদ ৭৭৫, ইবনে মাজাহ্‌ ৮০৪)

নামাজের সূচনা দোয়া, سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ…, আমাদের মনে আল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং নির্ভরতার অনুভূতি জাগ্রত করে। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা, পবিত্রতা এবং সর্বোচ্চ মর্যাদা স্বীকার করি। 

এটি শুধু আমাদের নামাজকে সুন্দর করে তোলে না, বরং আমাদের আধ্যাত্মিক জীবনকে আরও পরিশুদ্ধ ও অর্থবহ করে তোলে। তাই প্রতিটি মুসলিমের উচিত এই দোয়াটির গুরুত্ব বুঝে নিয়মিত অনুশীলন করা, যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ হয়।

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad