
ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম
নামাজের দোয়া সানা
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাস্মুকা, ওয়া তা’আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক।
প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন বলতেন سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতা‘আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক। (আবু দাউদ ৭৭৫, ইবনে মাজাহ্ ৮০৪)
নামাজের সূচনা দোয়া, سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ…, আমাদের মনে আল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং নির্ভরতার অনুভূতি জাগ্রত করে। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা, পবিত্রতা এবং সর্বোচ্চ মর্যাদা স্বীকার করি।
মুফতি আবদুল্লাহ তামিম
১ মিনিটে পড়ুন
নামাজের দোয়া সানা
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাস্মুকা, ওয়া তা’আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক।
অর্থ: হে আল্লাহ্! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে, আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই।
প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন বলতেন سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতা‘আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক। (আবু দাউদ ৭৭৫, ইবনে মাজাহ্ ৮০৪)
নামাজের সূচনা দোয়া, سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ…, আমাদের মনে আল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং নির্ভরতার অনুভূতি জাগ্রত করে। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা, পবিত্রতা এবং সর্বোচ্চ মর্যাদা স্বীকার করি।
কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩০