
লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহে আল বুরুজ জিনিয়াস কিন্ডার গার্টেন স্কুল এর আয়োজনে পবিত্র কুরআন প্রতিযোগিতা ২০২৪ ও শিক্ষা বৃত্তি প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ গত ৬ জানুয়ারি সোমবার বিকালে ময়মনসিংহ নগরীর টাউন হলের এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।
আল বুরুজ জিনিয়াস কিন্ডার গার্টেন স্কুল কর্তৃক আয়োজিত পবিত্র কুরআন প্রতিযোগিতা ও শিক্ষা বৃত্তি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার । আল বুরুজ জিনিয়াস কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ফেরদৌস বিন সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুবি এবং আসমা বিনতে আব্দুল আজিজ সহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
আল বুরুজ জিনিয়াস কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক মো. শাহ জামাল এর সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন আল আমীন । উক্ত অনুষ্ঠানে আল বুরুজ কিন্ডার গার্টেনের সকল শিক্ষক/শিক্ষিকা সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৫