ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

ভারতে মাওবাদীদের হামলায় ৯ নিরাপত্তারক্ষী নিহত

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৯:৫১:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন নিরাপত্তারক্ষী এবং একজন গাড়িচালক।

বিজাপুর জেলা সদর থেকে প্রায় ৮০ কিমি দূরে অবস্থিত কুত্রু-বেদ্রে সড়কে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।  

বস্তার রেঞ্জের পুলিশ পরিদর্শক পি. সুন্দররাজ জানিয়েছেন, বিস্ফোরণে আটজন নিরাপত্তারক্ষী এবং একজন গাড়িচালক প্রাণ হারিয়েছেন। তাছাড়া এই হামলায় আরও কয়েকজন জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন।  

আহতদের প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রায়পুরে স্থানান্তর করা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, জওয়ানদের দলটি প্রতিবেশী দান্তেওয়াদা জেলার দিকে যাচ্ছিল, তখনই আইইডি বিস্ফোরণ ঘটে। হামলার পর এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং তদন্ত চলছে।

এর আগে ভারতীয় নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের আবুজমাদ অঞ্চলে মাওবাদীদের উপর আক্রমণ চালিয়ে পাঁচজন বিদ্রোহীকে হত্যা করে। যার মধ্যে দুইজন নারীও রয়েছে। উদ্ধার করা হয় স্বয়ংক্রিয় অস্ত্র যেমন একে ৪৭ এবং সেলফ-লোডিং রাইফেল। এই অপারেশন থেকে ফিরে আসার সময় বিদ্রোহীরা তাদের উপর পাল্টা আক্রমণ করে।  

নিহত আট নিরাপত্তারক্ষী জেলা রিজার্ভ গার্ডের সদস্য ছিলেন, যা মাওবাদী কার্যকলাপ মোকাবেলার জন্য প্রতিষ্ঠিত একটি বিশেষ পুলিশ ইউনিট।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪৫

▎সর্বশেষ

ad