শীতে জুমার দিনে গোসল করা কি জরুরি

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৫ - ০২:৩৯:৫৯ পিএম

ডেস্ক নিউজ : রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। (ইবনে মাজাহ: ১০৮৪) অনেকে জানতে চান, এখন দেশজুড়ে শীত পড়ছে। এ সময়ে গোসল করা অনেকের জন্য কষ্টকর। জুমার দিনে গোসল করা কি জরুরি?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জুমার দিনে গোসল ফরজ না হলে গোসল করা জরুরি কিনা– এ বিষয়ে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেছেন, গোসল করা আবশ্যক; কেউ বলেছেন, সুন্নত; আর কেউ বলেছেন, মুস্তাহাব। তবে অধিকাংশ ফুকাহায়ে কেরাম জুমার দিনে গোসল করাকে সুন্নত বলেছেন। তাই বিশেষ কারণে গোসল না করলে কোনো গুনাহ হবে না। আর যদি গোসল কারো জন্য ফরজ হয়ে থাকে, তবে তা করা অবশ্যই ফরজ। এ ছাড়া অজু-নামাজ কিছুই আদায় হবে না। (ফিকহুস সুন্নাহ: ১ / ৫৩-৫৫)

জুমার দিনে গোসল করে মসজিদে যাওয়ার ফজিলত সম্পর্কে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে, যদি তার কাছে থাকে, তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যায়, নির্ধারিত নামাজ আদায় করে। তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে, তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সব সগিরা গুনাহর জন্য কাফফারা হবে। (আবু দাউদ: ৩৪৩)

 

 

কিউটিভি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৩৩

▎সর্বশেষ

ad